Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের কথা

 

আমাদের কথা

তুলা এবং বস্ত্র উৎপাদনে বাংলাদেশের গৌরবময় ঐতিহ্য আছে। মধ্য যুগে বাংলা সূক্ষ্ণ সুতার মসলিনের   জন্য বিখ্যাত ছিল। মসলিন শাড়ী তৈরীর জন্য প্রয়োজনীয় তুলা চাষ করা হতো ঢাকার আশেপাশের উঁচু জমিতে যেখানে বেশীর ভাগ তাঁত শিল্প গড়ে উঠেছিল। বস্তুতঃ ব্রিটিশ শাসনামলে মসলিনের উৎপাদন এবং ব্যবসা  ক্রমান্বয়ে কমে যায়। ফলস্বরূপ ঊনিশ শতকের শুরুর দিকে কল-কারখানা বন্ধ হয়ে যায়। পাকিস্তান শাসনামলে  এ দেশে তুলা উৎপাদনের প্রচেষ্টা খুব সীমিত ছিল। স্বাধীনতার আগে স্থানীয় বস্ত্র কলের জন্য কাঁচামালের যোগান দেয়া হতো পশ্চিম পাকিস্তান থেকে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান কাঁচামাল সরবরাহ বন্ধ করে করে দিলে স্থানীয়ভাবে তুলার উৎপাদনের গুরুত্ব অনুভূত হয়েছিল। এসময় আমাদের বস্ত্র শিল্পগুলো কাঁচামালের অভাবে মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছিল। এই অবস্থায় ১৯৭২ সালে দেশে তুলার চাষ সম্প্রসারণ করার জন্য কৃষি মন্ত্রণালয়ের অধীনে তুলা উন্নয়ন বোর্ড গঠিত হয় । তুলা উন্নয়ন বোর্ড ১৯৭৪-৭৫ সালে মাঠ পর্যায়ে আমেরিকান আপল্যান্ড তুলা দিয়ে পরীক্ষামূলক তুলার চাষ শুরু করে। ১৯৭৬-৭৭ সালে আমেরিকা হতে নতুন তুলার জাত প্রবর্তনের মাধ্যমে দেশে ব্যপক পরিমানে তুলা চাষ শুরু হয়। ১৯৯১ সালে তুলা গবেষনার দায়িত্ব বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান হতে তুলা উন্নয়ন বোর্ডের নিকট স্থানান্তর করা হয়। বর্তমানে তুলা গবেষণা ও সম্প্রসারণ কাজ তুলা উন্নয়ন বোর্ড সম্পাদন করছে।

 

তুলা উন্নয়ন বোর্ড কর্তৃক প্রদত্ত সেবাসমূহঃ

  • ·        তুলাচাষের উন্নত প্রযুক্তি হসত্মামত্মরের লক্ষ্যে চাষী , মাঠকর্মী, কর্মকর্তা ও সংশিস্নষ্টদের প্রশিক্ষন প্রদান ।
  • ·        তুলার অধিক ফলন লাভের জন্য ক্ষতিকর পোকা-মাকড় ও রোগ-বালাই দমন, সুষম সার প্রয়োগ,    
  •          আন্তফসল চাষ, শস্য বিন্যাসসহ উদ্ভাবিত বিভিন্ন উন্নত প্রযুক্তির সম্প্রসারণ ।
  • ·        তুলাচাষ এবং উন্নত প্রযুক্তি সম্পর্কে চাষীদের আগ্রহ সৃষ্টি ও উদ্বুদ্ধ করার জন্য ইউনিট পর্যায়ে দলীয়
  •          আলোচনা, মাঠ দিবস ও চাষী সমাবেশ অনুষ্ঠান এবং প্রদর্শনী প্লট স্থাপন ।
  • ·        তুলাচাষ সম্প্রসারণ ও তুলাচাষের উন্নত প্রযুক্তির যথাযথ ব্যবহারে চাষীদের সহায়তা প্রদানের জন্য নিয়মিত
  •          মাঠ পরিদর্শন ও পরামর্শ প্রদান                                                                            
  • ·        চাষীদের উন্নতমানের তুলাবীজ সরবরাহ এবং বিভিন্ন কৃষি উপকরণ ও ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান ।
  • ·        তুলার উচ্চ ফলনশীল , স্বল্পমেয়াদী এবং পোকা-মাকড় ও রোগ-বালাই সহনশীল জাতের গবেষণা ও
  •          তুলাবীজের বাজারজাতকরণে ব্যক্তি/প্রতিষ্ঠানকে কারিগরি সহায়তা প্রদান ।
  • ·        চুক্তিবদ্ধ/নির্বাচিত চাষীদের উৎপাদিত প্রত্যায়িতমানের বীজতুলা ক্রয়,বীজতুলা জিনিং এবং  
  •          তুলাবীজ প্রক্রিয়াজাতকরণ ও উন্নত মানের বীজ বিতরণ ।
  • ·        সাধারণ তুলাচাষীদের উৎপাদিত বীজতুলা প্রাইভেট জিনারদের নিকট বাজারজাতকরণে সহায়তা প্রদান এবং
  • ·        তুলা উৎপাদন ও গবেষণা বিষয়ক যে কোন পরামর্শ প্রদান ।