Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি সেবা কিভাবে পাবেন

তুলা উন্নয়ন বোর্ড কর্তৃক প্রদত্ত সেবাসমূহঃ

  • ·        তুলাচাষের উন্নত প্রযুক্তি হসত্মামত্মরের লক্ষ্যে চাষী , মাঠকর্মী, কর্মকর্তা ও সংশিস্নষ্টদের প্রশিক্ষন প্রদান ।
  • ·        তুলার অধিক ফলন লাভের জন্য ক্ষতিকর পোকা-মাকড় ও রোগ-বালাই দমন, সুষম সার প্রয়োগ,    
  •          আন্তফসল চাষ, শস্য বিন্যাসসহ উদ্ভাবিত বিভিন্ন উন্নত প্রযুক্তির সম্প্রসারণ ।
  • ·        তুলাচাষ এবং উন্নত প্রযুক্তি সম্পর্কে চাষীদের আগ্রহ সৃষ্টি ও উদ্বুদ্ধ করার জন্য ইউনিট পর্যায়ে দলীয়
  •          আলোচনা, মাঠ দিবস ও চাষী সমাবেশ অনুষ্ঠান এবং প্রদর্শনী প্লট স্থাপন ।
  • ·        তুলাচাষ সম্প্রসারণ ও তুলাচাষের উন্নত প্রযুক্তির যথাযথ ব্যবহারে চাষীদের সহায়তা প্রদানের জন্য নিয়মিত
  •          মাঠ পরিদর্শন ও পরামর্শ প্রদান                                                                            
  • ·        চাষীদের উন্নতমানের তুলাবীজ সরবরাহ এবং বিভিন্ন কৃষি উপকরণ ও ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান ।
  • ·        তুলার উচ্চ ফলনশীল , স্বল্পমেয়াদী এবং পোকা-মাকড় ও রোগ-বালাই সহনশীল জাতের গবেষণা ও
  •          তুলাবীজের বাজারজাতকরণে ব্যক্তি/প্রতিষ্ঠানকে কারিগরি সহায়তা প্রদান ।
  • ·        চুক্তিবদ্ধ/নির্বাচিত চাষীদের উৎপাদিত প্রত্যায়িতমানের বীজতুলা ক্রয়,বীজতুলা জিনিং এবং  
  •          তুলাবীজ প্রক্রিয়াজাতকরণ ও উন্নত মানের বীজ বিতরণ ।
  • ·        সাধারণ তুলাচাষীদের উৎপাদিত বীজতুলা প্রাইভেট জিনারদের নিকট বাজারজাতকরণে সহায়তা প্রদান এবং
  • ·        তুলা উৎপাদন ও গবেষণা বিষয়ক যে কোন পরামর্শ প্রদান ।