১। তুলাচাষের লক্ষ্যমাত্র অর্জনের লক্ষ্যে তুলাচাষের জমিজরীপ ও চাষী নির্বাচনের কাজ চলমান আছে।
২। লাভজনক অর্থকরী ফসল হিসাবে তুলাচাষ সম্প্রসারণের লক্ষ্যে প্রতিটি ব্লকের কৃষক-কৃষানীদের সাথে
নিবিড় যোগাযোগ ও দলীয় আলোচনা আয়োজনের মাধ্যমে উদ্বুদ্ধকরণ কর্মকান্ড চলমান আছে।
৩। সময়মতো তুলাবীজ বপনের কাজ সম্পন্ন করার লক্ষ্যে তুলা পূূর্ববর্তী সঠিক ফসল নির্বাচনে কৃষকদের
পরামর্শ ও সহায়তাদান অব্যাহত আছে।
৪। তুলাচাষের আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল কৃষকদের মাঝে বিস্তারের লক্ষ্যে প্রযুক্তি নির্ভর প্রদর্শনী প্লট
বাস্তবায়নের লক্ষ্যে উপযুক্ত জমি ও চাষী নির্বাচনের কাজ চলমান আছে।
৫। ২০২৩-২৪ মৌসুমে বিটি কটন অবমুক্তকরণ এবং প্রদর্শণী/ট্রায়াল প্লট স্থাপন।
৬। ২০২৩-২৪ মৌসুমে বামুন্দিতে ১৮-০৯-২০২৩ ইং এ চাষী কর্মসূচি ও একই দিনে প্রাগপুরে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS