¤ হেক্টর প্রতি বীজতুলার ফলন বৃদ্ধির লক্ষ্যে তুলাচাষের আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং হাইব্রিড জাতের তুলাচাষের এলাকা
সম্প্রসারণ;
¤ উন্নত কৃষিতাত্ত্বিক সমন্বিত ফসল ব্যবস্থাপনার মাধ্যমে তুলার হেক্টরপ্রতি ফলন বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ। যেমন- গোড়াবাধাই,
মাটি পরীক্ষণের মাধ্যমে সারের মাত্রা নির্ধারণ, ডিএপি সারের ব্যবহার, ফলিয়ার স্প্রে, অঙ্গজ শাখা কর্তন, ম্যাপাকুয়েট
ক্লোরাইড ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা।
¤ দানাদার ফসল চাষে ব্যঘাত সৃষ্টি না করে নদী তীরবর্তী ও চর এলাকার এবং ফসলের নিবিড়তা কম এমন উঁচু জমি
তুলাচাষের আওতায় আনা;
¤ তামাকচাষ প্রবণ এলাকায় তামাকের পরিবেশদুষণ এবং স্বাস্থ্য বিধ্বংসী ভয়াবহতা সম্পর্কে কৃষকভাইদের সচেতনতা
বৃদ্ধি করার মাধ্যমে তাদেরকে পরিবেশবান্ধব ও মাটির স্বাস্থ্য সুরক্ষাকারী তুলাচাষে আকৃষ্ট করার হলিস্টিক উদ্যোগ গ্রহন।
¤ সাথি ফসল হিসেবে লালশাক/মূলা শাক/ধনিয়া পাতা/ গিমা কলমী শাক চাষে কৃষকভাইদেরকে আগ্রহী করা;
¤ চাষীদের তুলাচাষের উন্নত প্রযুক্তির উপর প্রশিক্ষণ অব্যাহত রাখা; ক্ষুদ্র ও মাঝারী তুলা চাষীদের ঋণ সুবিধা
বৃদ্ধি করা এবং তুলাচাষকে জনপ্রিয় করার ব্যাপারে ব্যাপক প্রচার-প্রচারণার ব্যবস্থা গ্রহণ;
¤ চাষীদের তুলাচাষের উন্নত প্রযুক্তিসহ তুলাচাষের বিভিন্ন তথ্যাদির অন-লাইন/ডিজিটাল সেবা বৃদ্ধিকরণ এবং
সেবা সহজীকরণ উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ;
¤ সমন্বিত ফসল ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদর খরচ কমানো, এবং ১৫ আষাঢ় (১ জুলাই) হতে ১৫ ভাদ্র (৩১ আগষ্ট)
পর্যন্ত বপন কার্যক্রম অব্যাহত রাখা;
¤ অতিবৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তুলাবীজ বপনের লক্ষ্যে ভেলীতে বীজবপন এবং চারা রোপন পদ্ধতিতে
তুলাচাষে কৃষকভাইদের উৎসাহিত করা।
¤ তুলার উচ্চফলন নিশ্চি করার লক্ষ্যে হাই ডেনসিটি প্লান্ট পপুলেশন পদ্ধতিতে তুলাচাষে কৃষকদের উদ্বুদ্ধ করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS